রায়গঞ্জ

রায়গঞ্জে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সরকার গড়ার ডাক কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর

রায়গঞ্জে মানুষের দুয়ারে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্ততের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ার ডাক সাংসদের।

মেদিনীপুরের পর দলত্যাগী মিহিরের জেলায় আসছেন মমতা, কোচবিহারে সভা তৃণমূল সুপ্রিমোর

Bengal Live রায়গঞ্জঃ একদিকে রাজ্য জুড়ে যখন তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা ও দুয়ারে সরকার কর্মসূচি চলছে, অন্যদিকে তখন “আর নয় অন্যায়” স্লোগানকে সামনে রেখে বাড়ি বাড়ি পৌঁছে মানুষের কাছে রাজ্য সরকারের সন্ত্রাস ও দুর্নীতির কথা তুলে ধরছেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী। এই উদ্দেশ্যে শনিবার রায়গঞ্জ শহরে “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচি পালন করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ শহরের নিউ উকিলপাড়ার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের দুর্নীতি ও শাসক দলের সন্ত্রাসের কথা প্রচার করেন। এর পাশাপাশি কেন্দ্রে মোদী সরকারের উদাহরণ তুলে ধরে এরাজ্যেও বিজেপি সরকারের সুশাসন গড়তে তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে উৎখাত করার আবেদন জানান রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

এবার ডুয়ার্সে বিমল গুরুং-এর শক্তি পরীক্ষা, জনসভায় নজর সব শিবিরের

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, এরাজ্যে অরাজকতার মাৎস্যন্যায় চলছে। খুন আর সন্ত্রাসের আবহ চলছে পশ্চিমবঙ্গে। রাজ্যে এখনও পর্যন্ত বহু বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়েছে। চরম অন্যায়, অত্যাচার আর ভাষাহীন সন্ত্রাস চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে গিয়েছে। আমরা চাই না সাংবিধানিক বা প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে এর জবাব দিতে। আমরা তাই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে গিয়ে রাজ্যের তৃণমুল সরকারের অপশাসনের কথা তুলে ধরছি। আর মোদীজীর নেতৃত্বে বাংলায় সুশাসনের সরকার গড়তে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি বলে জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

Related News

Back to top button