রায়গঞ্জ

সুইসাইড নোট পুলিশ পেয়েছে? নাকি তৈরি করেছে? প্রশ্ন বিজেপি সাংসদের

রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার জানিয়েছেন, বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সুইসাইড নোটের সত্যতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি।

Bengal Live রায়গঞ্জঃ বিধায়কের পকেট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুইসাইড নোট পুলিশ পেয়েছে? নাকি তৈরি করেছে? প্রশ্ন তোলেন সাংসদ। রাজ্যের পুলিশের উপর তাঁদের কোনও আস্থা নেই৷ ভয় দেখিয়েও সুইসাইড নোট লিখিয়ে নেওয়া হতে পারে বলে দাবি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের।

আরও পড়ুনঃ বিধায়কের মৃত্যুতে মঙ্গলবার ১২ ঘন্টার উত্তর দিনাজপুর বনধের ডাক বিজেপির

সোমবার বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসার পর বিধায়কের বাড়ি বালিয়া এলাকায় পৌঁছান বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, ” এটা ঠান্ডা মাথার পরিকল্পিত খুন, এই ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। রাজ্যের একজন বিধায়কের নিরাপত্তা উঁনি দিতে পারছেন না। মুখ্যমন্ত্রীর উচিৎ এখনই পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা”।

আরও পড়ুনঃ মৃত বিধায়কের পকেটে সুইসাইড নোট, হেমতাবাদে তদন্তে আসছে সিআইডি

বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত রয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পুলিশ যে সুইসাইড নোট উদ্ধার করেছে তা পুলিশ নিজেও লিখে রেখে দিতে পারেন। এরাজ্যের পুলিশের উপর তাঁদের কোনও আস্থা নেই৷ আবার বিধায়ককে ভয় দেখিয়েও সুইসাইড নোট লিখিয়ে নেওয়া হতে পারে বলেও মনে করছেন সুকান্ত মজুমদার। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সাংসদ।

আরও পড়ুনঃ হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যু, ট্যুইটে নিরপেক্ষ তদন্তের দাবি রাজ্যপালের

অন্যদিকে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হত্যা করেছে বলে অভিযোগ তুললেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুও। সিবিআই তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, এরাজ্যের কোনও মানুষই নিরাপদ নয়। রাজ্যের একজন বিধায়ক তথা এলাকার জনপ্রিয় মানুষের যেভাবে হত্যা করা হল, তা রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে লজ্জার। দেবেন্দ্র নাথ রায়ের হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি আমরা।

Back to top button