রায়গঞ্জ

NRC ও CAA ইস্যুতে তৃণমূলকে জমি ছাড়তে নারাজ, নতুন বছরেই জেলা জুড়ে ঝাঁপাচ্ছে বিজেপি

নতুন বছরের শুরুতে NRC ও CAA-এর সমর্থনে জোরালো প্রচারে নামতে চলেছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। মিটিং, মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি প্রচারও করবে বিজেপি।

Bengal Live রায়গঞ্জঃ NRC ও CAA-এর সমর্থনে এবার জোরালো ভাবে পথে নামতে চলেছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। ডোর টু ডোর ক্যাম্পেইনের পাশাপাশি মিটিং মিছিল করার পরিকল্পনা করছে বিজেপি নেতৃত্ব। নতুন বছরের শুরু থেকেই বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে অবহিত করবে বিজেপির বিশেষ দল।

NRC ও CAA নিয়ে ইতিমধ্যেই চরম বিরোধিতায় নেমেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই নিয়ে একাধিক মিছিল, মিটিং, পদযাত্রা করছেন মমতা। উত্তরবঙ্গেও মুখ্যমন্ত্রী মিছিলে হাঁটবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। এছাড়াও জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই নিয়ে মিছিল শুরু করেছে। এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমে আন্দোলন শুরু করেছে বাম-কংগ্রেসও। এরই মাঝে এই আইনের সমর্থনে জোরদার প্রচার শুরু করতে চলেছে বিজেপি।

বেঙ্গল লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে জেলা জুড়ে নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার শুরু করবে বিজেপি। এই নিয়ে জেলা, ব্লক ও মন্ডল স্তরে বিশেষ টিম তৈরি করা হচ্ছে। জেলার প্রতিটি বাড়িতে পৌঁছে এই আইনের সমর্থনে লিফলেট বিলি ও নাগরিকত্ব আইনের সুবিধা বোঝানো হবে। এছাড়া জেলা জুড়ে এই আইনের সমর্থনে জনসভা করার পরিকল্পনাও রয়েছে।

এদিন বিশ্বজিৎ বাবু আরও জানিয়েছেন, রাজনৈতিক রঙ বিহীন একটি মিছিলের আয়োজন করা হয়েছে এই আইনের সমর্থনে। তিনি বলেন, উত্তর দিনাজপুর সচেতন নাগরিক মঞ্চের ব্যানারে আগামী ৫ জানুয়ারি একটি মিছিলের আয়োজন করা হয়েছে। রেলওয়ে ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করবে। সাধারণ বাসিন্দাদের পাশাপাশি রায়গঞ্জের নাগরিক হিসেবে বিজেপি নেতৃত্বও সেই মিছিলে উপস্থিত থাকবে বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

Related News

Back to top button