রায়গঞ্জ থানায় যুবকের মৃত্যু ঘিরে উত্তাপ বাড়ছে, মৃতের মাকে নিয়ে অবরোধ বিজেপির
ছেলের মৃতদেহ নিতে অস্বীকার। পুনরায় ময়না তদন্তের দাবিতে সোচ্চার মৃত অনুপ রায়ের মা। রায়গঞ্জ থানার আইসির গ্রেপ্তারের দাবিতে শহরেই পথ অবরোধ বিজেপির।
Bengal Live রায়গঞ্জঃ পুলিশ হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ক্রমশ উত্তাপ বাড়ছে রায়গঞ্জে। মৃতদেহের পুনরায় ময়না তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে রায়গঞ্জে দলের জেলা কার্যালয়ের সামনে শহরের ব্যস্ততম রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেছে বিজেপি। থানায় নিয়ে গিয়ে পিটিয়ে কর্মী খুনের অভিযোগে রায়গঞ্জ থানার আইসির গ্রেপ্তারের দাবিতেও সোচ্চার হয়েছেন বিজেপি কর্মীরা। এদিন বিজেপির অবরোধ আন্দোলনে সামিল হন সদ্য পুত্রহারা মা গীতা রায়ও। বিজেপির অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে শহরে। পুলিশ এখনও অবরোধ তোলার কোনও চেষ্টা করেনি।
অন্যদিকে, ছেলের মৃতদেহের পুনরায় ময়না তদন্তের দাবি জানিয়ে পুলিশ সুপার, মহকুমাশাসক ও রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপির কাছে লিখিত আবেদন জানিয়েছেন মৃত অনুপ রায়ের মা গীতা রায়। এদিনই বিকেল ৫ টা নাগাদ সেই চিঠি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জমা দেন গীতাদেবী।
আরও পড়ুনঃ রায়গঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যু যুবকের, আন্দোলনের হুমকি বিজেপির
বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি তথা দলের লিগ্যাল সেলের সদস্য গোপাল মজুমদার বলেন, “বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ মৃতের পরিবারের কাউকে কিছু না জানিয়েই বেআইনি ভাবে ময়না তদন্ত করা হয়েছে। তাই মৃত অনুপ রায়ের মা পুনরায় ময়না তদন্তের দাবি জানিয়ে লিখিত আবেদন করলেন। পুনরায় ময়না তদন্ত না হওয়া পর্যন্ত মৃতদেহ নেবে না পরিবার। আমরা চাই কলকাতায় উপযুক্ত চিকিৎসক, ফরেন্সিক বিশেষজ্ঞ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় অনুপ রায়ের দেহের ময়না তদন্ত করা হোক।”
বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “পুলিশ লক আপের ভেতরে নৃশংস ভাবে অনুপ রায়কে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার প্রতিবাদে আজ আমরা পথ অবরোধে সামিল হয়েছি। ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে পুলিশ সুপারের কাছে।”