রায়গঞ্জ

দলীয় কর্মীর মৃত্যুরহস্য উদঘাটনে পুলিশকে অপরাধী করে সর্বোচ্চ কোর্টে যাবে বিজেপি

দলীয় কর্মী অনুপ রায়ের রহস্যমৃত্যুর জন্য পুলিশই দায়ী। পুলিশকে অপরাধী করে হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে বিজেপি। রায়গঞ্জে এসে বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

Bengal Live রায়গঞ্জঃ বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশকে অপরাধী করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাবে বিজেপি। ঘটনার সাথে যুক্ত পুলিশ আধিকারিকদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবার রায়গঞ্জে এসে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। মালদা থেকে এদিন সকালে রায়গঞ্জে এসে পৌঁছান সায়ন্তন বসু। পুলিশ লক আপে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির রায়গঞ্জ থানা ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেবেন তিনি। এদিকে মৃত বিজেপি কর্মী অনুপ রায়ের দেহের দ্বিতীয় বার ময়নাতদন্ত না করা পর্যন্ত মৃতদেহ নেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

আরও পড়ুনঃ রায়গঞ্জ থানায় যুবকের মৃত্যু ঘিরে উত্তাপ বাড়ছে, মৃতের মাকে নিয়ে অবরোধ বিজেপির

উত্তর দিনাজপুর জেলা বিজেপির দলীয় কার্যালয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বলেন, অনুপ রায়ের মৃতদেহের ময়নাতদন্তটাই গোলমেলে এবং ম্যানিপুলেট করা হয়েছে। তাই দ্বিতীয় বার ময়নাতদন্ত কর‍তে হবে ভিডিও রেকর্ডিং ও উচ্চ পর্যায়ের আধিকারিকের উপস্থিতিতে। তাঁর অভিযোগ, রাতের অন্ধকারে সম্পূর্ণ বেআইনিভাবে ময়নাতদন্ত করেছে পুলিশ। এই রিপোর্ট আমরা মানব না। এখানকার পুলিশ প্রশাসন শুধু বিজেপি কর্মী অনুপ রায়ের ময়নাতদন্তই নয়, হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়, চোপড়ায় কিশোরী খুনের ঘটনার ময়নাতদন্তও ম্যানিপুলেট করেছে।

আরও পড়ুনঃ রায়গঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যু যুবকের, আন্দোলনের হুমকি বিজেপির

সায়ন্তন বসু আরও বলেন, আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ করেছি। পুলিশকে অপরাধী করে সিবিআই তদন্তের দাবি জানানো হবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। ঘটনার সাথে যুক্ত বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের নামে ইতিমধ্যেই পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

Related News

Back to top button