রায়গঞ্জ

২০ জন যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব না, জানালো উঃ দিনাজপুর বাস মালিক সংগঠন

২০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে রাস্তায় বাস নামানো সম্ভব না। সাফ বার্তা উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।

Bengal Live রায়গঞ্জঃ ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে রাস্তায় বাস নামানো সম্ভব না। এমনটাই জানাচ্ছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বাস মালিকদের ক্ষতির কথা স্বীকার করছে শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সংগঠনের জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত কার্যকরী করা হবে না। দুই পক্ষের সাথে আলোচনা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি অরিন্দম সরকার।

করোনা ভাইরাসের থাবায় পশ্চিমবঙ্গ সহ সারা দেশ আক্রান্ত। দেশ জুড়ে লকডাউন কার্যকর রয়েছে। এখনও কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ না মেলায় গ্রিন জোনের তালিকায় রয়েছে উত্তর দিনাজপুর। আগামী সোমবার থেকে গ্রিন জোন এলাকায় বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোকানপাট খোলার পাশাপাশি জেলার মধ্যে বেসরকারি বাস পরিষেবা চালু করার অনুমতিও দিয়েছেন তিনি। তবে ২০জনের বেশি যাত্রী নিয়ে বাস চলানো যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, এক মাসের বেশি সময় ধরে লকডাউন চলায় এমনিতেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে বাস মালিকরা। ক্ষতির মুখে পড়েছেন শ্রমিকরাও। এই পরিস্থিতিতে ২০ জন যাত্রী নিয়ে রাস্তায় বাস নামালে মালিক পক্ষকে আরও ক্ষতির মুখ দেখতে হবে। এই পরিস্থিতিতে রাস্তায় বাস নামানো সম্ভব না। তবে ভোটের সময় যেভাবে অধিগ্রহণ করে রাস্তায় বেসরকারি বাস চালানো হয় এবং তার জন্য সরকারের তরফে ১৯১০ টাকা করে দেওয়া হয়, সেই পদ্ধতিতে অধিগ্রহণ করে যদি বাস চালানোর কথা বলে সরকার তাহলে চিন্তাভাবনা করা হবে বলে জানান বাস মালিক সংগঠনের সম্পাদক।

তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার মালিকপক্ষের দাবির প্রতি সহমত পোষণ করে বলেন, বাস রাস্তায় নামলে শ্রমিকরা কিছুটা অর্থের মুখ দেখবেন। তবে ক্ষতি হলে মালিকরা কখনই রাস্তায় বাস নামাতে চাইবেন না। বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে তাড়াহুড়ো কোন সিদ্ধান্ত কার্যকর করা হবে না।

Related News

Back to top button