রায়গঞ্জ

ফের ছাত্র আন্দোলন রায়গঞ্জে, জাতীয় সড়ক অবরোধ করল CBSE বোর্ডের পড়ুয়ারা

ফের ছাত্র বিক্ষোভে উত্তাল রায়গঞ্জ। নম্বর বৃদ্ধির দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামল CBSE বোর্ডের পড়ুয়ারা।

 

Bengal Live রায়গঞ্জঃ ফের ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ। নম্বর বৃদ্ধির দাবিতে এবার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। ছাত্রদের পাশাপাশি এদিন বেথানী মিশন স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরাও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য কসবা মোড় সংলগ্ন এলাকায়। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ হয়ে থাকার কারণে যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ।

আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে অন্যতম অনন্যা সরকার বলেন, আমরা আমাদের প্রাপ্য নম্বর পায়নি। বরং নম্বর কমিয়ে আমাদের দেওয়া হয়েছে। বোর্ডে স্কুলের পক্ষ থেকে কত নম্বর পাঠানো হয়েছে, সেটা দেখতে চেয়েছি আমরা। তবে তাও দেখানো হচ্ছে না। একাদশ শ্রেণী, মাধ্যমিকে আমরা সকলে ভালো নম্বর পেয়েছি। সেখানে দ্বাদশ শ্রেণীর ফলাফলে প্র‍তি বিষয়ে ৩০-৪০ নম্বর করে কম দেওয়া হয়েছে আমাদের বলেও এদিন অভিযোগ করেন অনন্যা সরকার।

এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, CBSE বোর্ডের ফলাফল বেড়িয়েছে। আশানুরূপ ফল অনেকেরই হয়নি। ফলে অনেক পড়ুয়া এদিন স্কুলে প্রতিবাদ কর‍তে এসেছেন। স্কুলের প্রিন্সিপাল সরোজ কুমার সরকার বলেন, অভিভাবকদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারপরেও উঁনারা অসন্তুষ্ট। বোর্ডের নিয়ম মেনেই প্রতিটি পড়ুয়ার নম্বর পাঠানো হয়েছে স্কুলের পক্ষ থেকে বলে জানিয়েছেন তিনি। পড়ুয়াদের প্রাপ্য নম্বরে সন্তুষ্ট নন তাঁরাও। তবে বোর্ড কীভাবে নম্বর দিয়েচজে পড়ুয়াদের সেই বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন সরোজ বাবু।

Back to top button