রায়গঞ্জ

সাফাইকর্মীদের কর্মবিরতির ডাক রায়গঞ্জে

ফের কর্মবিরতির ডাক সাফাই কর্মীদের। প্রশাসনের আশ্বাস মতন উদ্যোগ গ্রহণ না হওয়ার কারণেই ফের কর্মবিরতির ডাক।

Bengal Live রায়গঞ্জঃ ফের কর্মবিরতির ডাক দিল সাফাইকর্মীরা। আগামী ৮ তারিখ থেকে জেলার সমস্ত সরকারি দপ্তরে কর্মবিরতির ডাক হরিজন সমিতির। প্রশাসনের লিখিত আশ্বাসের পরেও ভাতা সহ অন্যান্য দাবি পূরণের সরকারি কোনও উদ্যোগ না দেখতে পেয়ে পুনরায় জেলাজুড়ে কর্মবিরতি আন্দোলনের ডাক দিল রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি ও নর্থবেঙ্গল বাসফোড় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। রবিবার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে আগামী ৮ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি আন্দোলনের ঘোষণা করেন সংগঠনের জেলা নেতৃত্ব।

উত্তর দিনাজপুর জেলার সমস্ত সরকারি অফিস, হাসপাতালগুলিতে মাত্র ৩ হাজার টাকা মাসিক ভাতায় সাফাইয়ের কাজ করে আসছেন শতাধিক সাফাইকর্মী। মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে কোনও সুরাহা না হওয়ায় গত ৮ আগস্ট থেকে সরকারি অফিসগুলিতে এবং রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি আন্দোলন শুরু করেছিলেন সাফাইকর্মীরা। ১৮ আগস্ট রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি তাঁদের লিখিত আশ্বাস দিয়েছিলেন ভাতা বৃদ্ধি নিয়ে সাফাইকর্মী সংগঠনের সাথে বসে আলোচনা করা হবে। আশ্বাস পেয়ে তখনকার মতো কর্মবিরতি তুলে নেন সাফাইকর্মীরা।

কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও এই বিষয়ে সরকারি কোনও উদ্যোগ না মেলায় আবারও কর্মবিরতি আন্দোলনে নামার সিদ্ধান্ত সাফাইকর্মী সংগঠনের।

নর্থবেঙ্গল বাসফোড় অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক মিথুন বাসফোড় জানিয়েছেন, প্রশাসন আশ্বাস দিয়েও কোনও উদ্যোগ গ্রহণ না করায় আগামী ৮ সেপ্টেম্বর থেকে উত্তর দিনাজপুর জেলাজুড়ে সমস্ত সরকারি দপ্তর ও হাসপাতালগুলোতে লাগাতার কর্মবিরতি আন্দোলন শুরু করছেন তাঁরা।

Related News

Back to top button