রায়গঞ্জ

রায়গঞ্জের রাড়িয়ায় কেন্দ্রীয় বাহিনী, ভয় নেই বলে আশ্বাস গ্রামবাসীদের

গ্রামে গ্রামে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের মরশুমে যে কোনও সমস্যা হলে সাথেসাথে জানানোর আহ্বান রাজ্য পুলিশের।

 

Bengal Live রায়গঞ্জঃ “ভয়ের কোনও কারণ নেই, আমরা আছি।” কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে গ্রামে গ্রামে মানুষকে ভরসা যোগাচ্ছে রাজ্য পুলিশ। মঙ্গলবার এমনই ছবি ক্যামেরাবন্দী হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রাড়িয়া গ্রামে। পুলিশের ভরসা জোগানোকে স্বাগত জানাচ্ছেন গ্রামবাসীরা।

পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয় গত ২৭ ফেব্রুয়ারি। তবে তার দুইদিন আগেই কেন্দ্রীয় বাহিনী ঢুকে যায় উত্তর দিনাজপুরে৷ এখনও পর্যন্ত জেলায় চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে প্রশাসন সূত্রে খবর৷ এদিকে কেন্দ্রীয় বাহিনী পৌঁছনোর পর থেকেই বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করেছেন জওয়ানরা৷ রাজ্য পুলিশকে সাথে নিয়ে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে শহর ছাড়িয়ে বিভিন্ন গ্রামে।

গ্রামবাসী মাধবী মন্ডল বলেন, পঞ্চায়েত নির্বাচনে গ্রামে ঝামেলা হয়েছিল। ছাপ্পা ভোট চলছিল। সেই সময় আমরা আতঙ্কে ছিলাম। তবে এবার কেন্দ্রীয় বাহিনী আগাম চলে আসায় আতঙ্ক অনেকটাই কমেছে৷ আশা করছি ঠিক মতন ভোট দিতে পারবো।

অপর এক গ্রামবাসী বীরেন সরকার বলেন, ভোটকে কেন্দ্র করে কেউ ভয় দেখাচ্ছে কিনা, অন্য কোনও সমস্যা আছে কিনা তা এদিন জানতে চেয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। আমরা অনেকটা নিশ্চিন্তে রয়েছি কেন্দ্রীয় বাহিনী চলে আসায়। কোনও সমস্যা হলেই ওঁদের জানাতে বলেছে।

Related News

Back to top button