রায়গঞ্জ

শুরু হলো শতাব্দী প্রাচীন  সিঙ্গারদহ গ্রামের দুর্গাপূজা ও মেলা

শুরু হলো শতাব্দী প্রাচীন সিঙ্গারদহ গ্রামের দুর্গাপূজা ও মেলা

Bengal Live করণদিঘিঃ উত্তর দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন পূজা গুলির মধ্যে অন্যতম করণদিঘির সিঙ্গারদহ গ্রামের দুর্গাপূজা। সোনামতি কুম্ভরানি নামে এখানে পূজিত হন দেবী দুর্গা। দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনের আটদিন পর যে মঙ্গলবার আসে সেদিন থেকেই প্রতিবছর মায়ের আরাধনায় শামিল হন কয়েকহাজার ধর্মপ্রাণ মানুষ। বসে মেলাও। জেলা তথা পার্শ্ববর্তী বিহার থেকেই হাজার হাজার মানুষও এই পূজায় শামিল হন। পূজাকে কেন্দ্র করে পাঁচদিন ধরে চলা এই মেলায় উদ্দীপনা থাকে চোখে পড়ার মতন।

Related News

Back to top button