রায়গঞ্জ

রায়গঞ্জে এবিভিপির চাক্কা জ্যাম

রাজ্যজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি এবিভিপির। রায়গঞ্জেও প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করল আরএসএস পরিচালিত ছাত্র সংগঠন।

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর জেলা এবিভিপি। আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির চাক্কা জ্যামকে কেন্দ্র করে ব্যাপক যানজট দেখা দেয় রায়গঞ্জে। সোমবার বেলা সাড়ে তিনটা নাগাদ বিবেকানন্দ মোড়ে এই পথ অবরোধ শুরু করেন সংগঠনের সদস্যরা। শুধু মাত্র রায়গঞ্জ শহরেই নয়, এবিভিপি সূত্রে জানা গেছে, এই কর্মসূচি এদিন রাজ্য জুড়েই পালন করা হয়েছে। রায়গঞ্জ শহরের পাশাপাশি এদিন করণদিঘি, কালিয়াগঞ্জ সহ জেলার অন্যান্য জায়গাতেও আধা ঘন্টার জন্য পথ অবরোধ করেন এবিভিপির সদস্যরা৷

 

এবিভিপির উত্তর দিনাজপুর জেলা সংযোজক শুভব্রত অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা, কর্মসংস্থানের সুযোগ, গণতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষার পরিকাঠামোর উন্নতি সহ মোট পাঁচটি দাবিতে আমরা রাজ্য জুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসেবে এদিন জেলাজুড়ে পথ অবরোধ করা হয়েছে। শুভব্রত অধিকারী আরও বলেন, পিসি ভাইপোকে নব্বান্নr ১৪ তলা থেকে সসম্মানে টিনের চালায় ফেরৎ পাঠানোর জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আন্দোলনে নেমেছে।

Related News

Back to top button