রায়গঞ্জ

বিজেপিতে যোগ দিলেন চোপড়ার দাপুটে কংগ্রেস নেতা অশোক রায় ও ফজলুর ইসলাম

দলবদলের ধাক্কা এবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসে। ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ ব্লক সভাপতির৷

 

Bengal Live রায়গঞ্জঃ বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন কংগ্রেসে। এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ব্লক কংগ্রেস সভাপতি যোগ দিলেন বিজেপিতে। অশোক বাবুর সাথে বিজেপিতে যোগদান করলেন চোপড়ার কংগ্রেস নেতা ফজলুর ইসলাম। বিজেপির নীতি আদর্শকে মেনে কাজ করার অঙ্গীকার করলেন দাপুটে এই দুই কংগ্রেস নেতা। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক নিমাই কবিরাজ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

দীর্ঘ চার দশকের দাপুটে কংগ্রেস নেতা অশোক রায় প্রথমে সিপিএম ও পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এলাকায় লড়াই সংগ্রাম করার পাশাপাশি এলাকার চা বাগানের শ্রমিকদের হয়েও অনেক লড়াই আন্দোলন করেছেন। দীর্ঘ ২৪ বছর ধরে অশোক রায় চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি পদে আসীন থেকে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কংগ্রেসের জেলা বা রাজ্য শীর্ষ নেতৃত্বকে কোনও কিছু না জানিয়ে মঙ্গলবার রাতে আচমকাই দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বিজেপি দলে যোগদান করলেন। তাঁর এই বিজেপি দলে যোগদানের ফলে একদিকে যেমন চোপড়ায় বিজেপির শক্তি বৃদ্ধি ঘটল পাশাপাশি চোপড়া বিধানসভা এলাকায় বাম-কংগ্রেসের জোটের ব্যাপক ক্ষতি হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে চোপড়ায় তৃণমূল বিধায়কের প্রধান প্রতিপক্ষ অশোক রায়কে বিজেপি প্রার্থী করে চমক দেয় কিনা সেটাও দেখার। যদিও অশোক বাবু জানিয়েছেন এখন থেকে তিনি বিজেপির নীতি আদর্শকে মেনে এলাকার জন্য কাজ করবেন।

Related News

Back to top button