ইটাহারের মাঠে পরপর ৩৬ টি বোমা ফাটিয়ে নিষ্ক্রিয় করল পুলিশ

সামনেই বিধানসভ নির্বাচন। আর তার আগেই উদ্ধার বিপুল পরিমাণ বোমা। নিস্ক্রিয় করল সিআইডি বোম্ব স্কোয়াড।
Bengal Live ইটাহারঃ নির্বাচনের আগে সরষের জমি থেকে সকেট বোমা সহ বেশকিছু হাত বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা৷ খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডকে। রায়গঞ্জ থেকে ছুটে আসে দমকলবাহিনীও। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বোম স্কোয়াড বাহিনী একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া ৩৬ টি বোমা নিস্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ইট ভাটার পাশের সরষে ক্ষেত থেকে ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত ও অন্যান্য পুলিশ কর্মীদের তৎপরতায় উদ্ধার হল ৩৬ টি সকেট বোমা ও হাত বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় মালদহের বোম স্কোয়াডকে। ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশের আধিকারিক সহ সি আই ডি কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসামাজিক কাজ বা ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বোমাগুলি এখানে রেখে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। বিকেল নাগাদ দমকল ও অ্যাম্বুলেন্সের উপস্থিতিতে একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করা হয়।