বুধবার থেকে লকডাউন রায়গঞ্জে
গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত আরও ১৬। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬৬।
Bengal Live রায়গঞ্জঃ বুধবার থেকে রায়গঞ্জে লকডাউনের ঘোষণা। করোনা মোকাবিলায় বুধবার থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব এই নির্দেশিকা জারি করেছেন। আপাতত পাঁচদিনের জন্য এই লকডাউনের সিদ্ধান্ত। পরিস্থিতি বিবেচনা করে পাঁচ দিন পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এই সময়কালে ওষুধপত্র ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া অন্যান্য সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে প্রশাসন৷ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য সাধারণ বাসিন্দাদের কাছে আবেদন জানিয়েছে প্রশাসন। অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলেও নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত আরও ১৬। রায়গঞ্জ পুর এলাকায় আক্রান্ত হয়েছেন আরও তিনজন। আক্রান্তদের সকলকেই উদ্ধার করে চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবারের করোনা সংক্রান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী উত্তর দিনাজপুরে মোট করোনা আক্রান্ত ৪৬৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩০ জন। ১ জন কোভিড পজিটিভ ব্যক্তির মৃত্যু হয়েছে জেলায়। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন। ২৬ জুন থেকে এখনও পর্যন্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের RT-PCR ল্যাবে ৩৫৫৩টি নমুনার পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।