কাটমানি ইস্যুতে আন্দোলনে নামছে উত্তর দিনাজপুর কংগ্রেস
কাটমানি ইস্যুতে আন্দোলনে নামছে উত্তর দিনাজপুর কংগ্রেস। বিক্ষোভ মিছিল আগামী ৩ জুলাই
Bengal Live রায়গঞ্জঃ কাটমানি ফেরতের দাবীতে আগামী ৩ জুলাই জেলা জুড়ে আন্দোলনে নামছে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস৷ রবিবার দলের উত্তর দিনাজপুর জেলার ৯ টি ব্লকের নেতৃত্বকে সাথে নিয়ে বৈঠকে বসেছিলেন জেলা নেতৃত্ব। কংগ্রেস সূত্রে খবর, সেই বৈঠকেই আগামী ৩ জুলাই জেলা জুড়ে বিক্ষোভ সমাবেশ,পথ সভা, মিছিল, জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ব্লকেই এই আন্দোলন হবে বলেও খবর কংগ্রেস সূত্রে।
জানা গেছে, আগামী বুধবার জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে কংগ্রেস।
কাটমানি ইস্যু নিয়ে ইতিমধ্যেই জেলায় আন্দোলন শুরু করে দিয়েছে বিজেপি, বাম ছাত্র সংগঠন এসএফআই। ইসলামপুর পুরসভার এক কাউন্সিলরের বাড়ির সামনে “চোর” লিখেও দেয় বিজেপির নেতা কর্মীরা। কাটমানি ফেরতের দাবীতে মিছিল করে কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভও দেখান তাঁরা। এদিকে রবিবার দিনই রায়গঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠন এসএফআই-এর জেলা নেতৃত্ব৷ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলও করেন রায়গঞ্জে৷
এবার এই আন্দোলনে সামিল হচ্ছে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসও। একই সঙ্গে জেলা জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷