রায়গঞ্জ

ভুল স্বীকার, বামেদের কাছে ক্ষমা চাইলেন মোহিত

বিধানসভা ভোটের মুখে ভুল স্বীকার কংগ্রেসের৷ ২০১৯ লোকসভা নির্বাচনে ভুল বোঝাবুঝির জন্য প্রকাশ্য মঞ্চ থেকেই ক্ষমা চাইলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।

 

Bengal Live রায়গঞ্জঃ জোট ধর্ম ভঙ্গ করে লোকসভা নির্বাচনে বাম প্রার্থী মহম্মদ সেলিমের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিল কংগ্রেস। যার ফলে বাম-কংগ্রেস জোটে ব্যাপক ধাক্কা লাগে। ক্ষুব্ধ হয় বাম নেতা, কর্মী, সমর্থকেরা৷ বিধানসভা নির্বাচনের মুখে আজ সেই ভুলেরই প্রায়শ্চিত্ত করতে প্রকাশ্যেই বাম কর্মীদের কাছে ক্ষমা চাইলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।

জল্পনার অবসান, স্বয়ং পিকে-র সঙ্গে বৈঠক করলেন অরিন্দম সরকার

বিগত লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন দীপা দাসমুন্সী। কংগ্রেসের সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তা নির্বাচনের ফলাফলেই প্রমাণ মিলেছে৷ নির্বাচনের ফলাফল অনুযায়ী চতুর্থ স্থানে ছিলেন কংগ্রেসের দীপা দাসমুন্সি৷ মাত্র ৮৩৬৬২টি ভোট পেয়েছিলেন তিনি। এদিকে দীপা দাসমুন্সি থেকে প্রায় এক লক্ষ বেশি ভোট পেয়েছিলেন মহম্মদ সেলিম। তাঁর ঝুলিতে ছিল ১৮২০৩৫ টি ভোট৷ বাম কংগ্রেস জোটের মোট ভোটের থেকেও প্রায় আড়াই লক্ষ ভোট বেশি পেয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী৷ ফলাফলের নিরিখে কংগ্রেসের জোট ভঙ্গের যে সিদ্ধান্ত ছিল তা যে পুরোপুরি ব্যর্থ ও ভুল তা নিয়ে কোনও দ্বিমত নেই রাজনৈতিক মহলে। ফলে বিধানসভা নির্বাচনের আগে বাম কর্মী সমর্থকদের মন জয় করাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কংগ্রেসের হয়ে মাঠে নামছেন মোঃ আজহারউদ্দীন, ক্রিজে থাকবেন মনমোহন-সনিয়া-প্রিয়াঙ্কাও

শনিবার রায়গঞ্জের বিধানমঞ্চে বাম-কংগ্রেস জোটের নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই মোহিত সেনগুপ্ত সিপিএমের কর্মীদের কাছে বিগত লোকসভার ঘটনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন সিপিএম ও বামফ্রন্টের নেতা কর্মীদের কাছে আমি ক্ষমা চাইছি, বিগত লোকসভা নির্বাচনে ভুল বোঝাবুঝির জন্য। মোহিত সেনগুপ্তের এই প্রকাশ্যে ক্ষমা প্রার্থনায় সিপিএম নেতা কর্মীদের মধ্যে জমে থাকা ক্ষোভ যে কিছুটা প্রশমিত হল এটা বলাই যায়।

Related News

Back to top button