রায়গঞ্জ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের আন্দোলন অষ্টম দিনে, মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে চিঠি দেবেন মোহিত

অষ্টম দিনে পড়ল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের আন্দোলন। কনকনে ঠান্ডার মধ্যেই চলছে ধর্না বিক্ষোভ।

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের আন্দোলন অষ্টম দিনে পড়ল। কনকনে ঠান্ডার মধ্যেই গত আটদিন থেকে বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘন্টা ধর্না অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ২৪ জন অতিথি অধ্যাপক। স্টেট এইডেড কলেজ টিচার হিসেবে স্বীকৃতির দাবিতে লাগাতার চলতে থাকা এই আন্দোলনের জেরে বেশ কয়েকজন অতিথি অধ্যাপক অসুস্থ হয়ে পড়েছেন। তবে এখনও কোনও সদুত্তর না মেলায় সমস্ত রকমের বাধা বিপত্তিকে উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় অতিথি অধ্যাপকরা।

সোমবার অতিথি অধ্যাপকদের সাথে কথা বলতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যান রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। আন্দোলনকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। আন্দোলনের পাশে থাকার আশ্বাস দেন মোহিত সেনগুপ্ত।

মোহিত সেনগুপ্ত বলেন, সংবাদ মাধ্যমেই জানতে পেরেছি অতিথি অধ্যাপকদের আন্দোলনের কথা। তা জানার পরেই আজ বিশ্ববিদ্যালয়ে এসে কথা বলবো বলে সিদ্ধান্ত নিই। আন্দোলনকারীদের সাথে কথা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। ফলে ওঁদের কারোর সাথে এই বিষয়ে কথা হয়নি। মোহিত সেনগুপ্তের প্রশ্ন, রাজ্যের অন্যান্য অতিথি অধ্যাপকরা স্টেট এইডেড কলেজ টিচারের স্বীকৃতি পেলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২৪ জন অতিথি অধ্যাপক কেন এই স্বীকৃতি থেকে বঞ্চিত হবেন ? মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, আগামী দুই-এক দিনের মধ্যেই পুরো বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও রাজ্যপালকে চিঠি লিখবেন তিনি৷

Related News

Back to top button