রায়গঞ্জ

আক্রান্ত বাড়ছেই উত্তর দিনাজপুরে, লকডাউনে গ্রেপ্তার ৪২

রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্তর সংখ্যা কিছুটা কম উত্তর দিনাজপুরে। সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত ৫টি থানায় গ্রেপ্তার ৪২।

Bengal Live রায়গঞ্জঃ মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও উত্তর দিনাজপুর জেলায় ৫৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী এদিন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১০৪। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। এখনও পর্যন্ত জেলায় মোট করোনা জয়ী ৬৯৬। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০২ জন।

এদিকে বুধবার সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিন। লকডাউন সফল করতে সকাল থেকেই পথে নামে পুলিশ। বাজারঘাট, দোকানপাট শহরে বন্ধ থাকলেও কিছু মানুষ এদিনও বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেড়িয়েছেন। পুলিশের নজরে আসতেই শাস্তি হিসেবে কিছুজনকে কান ধরে উঠবস করিয়েছে পুলিশ। এদিকে বেলা বাড়তেই রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা বিশাল পুলিশ বাহিনী সাথে নিয়ে অভিযানে নামেন। শহর ও লাগোয়া গ্রামে অভিযান চালান তিনি। লকডাউন অমান্য করায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাড়া খেয়ে পুকুরেও ঝাঁপ দেন এক ব্যক্তি। রায়গঞ্জ জেলা পুকিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, রায়গঞ্জ থানা এলাকায় এদিন ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত পাঁচ থানা এলাকায় মোট ৪২ জনকে লকডাউন অমান্য করায় গ্রেপ্তার করেছে পুলিশ।

Related News

Back to top button