রায়গঞ্জ

২৪ ঘন্টায় পাঁচ করোনা আক্রান্তের হদিশ রায়গঞ্জ পুর এলাকায়

রায়গঞ্জ পুর এলাকায় পাঁচ করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল গত ২৪ ঘন্টায়। আক্রান্তদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কোভিড হাসপাতালে।

Bengal Live রায়গঞ্জঃ ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে কোভিড-১৯। গত ২৪ ঘন্টায় রায়গঞ্জ পুর এলাকায় পাঁচ করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। আক্রান্ত সকলকেই চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে নিয়ে গিয়েছে স্বাস্থ্য দপ্তর। একদিকে যখন করোনার সংক্রমণ ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে, তখন অন্যদিকে মাস্ক ব্যবহারে উদাসীনতা দেখা যাচ্ছে একটা বড় সংখ্যার মানুষের মধ্যে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস।

পুরপতি সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রায়গঞ্জ পুরসভা এলাকায় পাঁচ করোনা রোগীর সন্ধান মিলেছে। পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় তাঁদের সকলকেই চিকিৎসার জন্য রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ৪ নম্বর ওয়ার্ডে এক দম্পতি, ২০ নম্বর ওয়ার্ডে দুই ব্যক্তি ও ৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার দেহে করোনা ভাইরাস মিলেছে।

ক্ষোভ প্রকাশ করে সন্দীপ বিশ্বাস বলেন, প্রতি মুহূর্তে মানুষকে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ একাধিক বিষয় নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এক শ্রেণীর মানুষ তাতে গুরুত্ব দিচ্ছে না। বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন পুরপতি৷ আক্রান্তরা প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৪। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯৯ জন। একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরে। এদিকে কোভিড হাসপাতালে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন।

Related News

Back to top button