রায়গঞ্জ

শুধু শহরেই সংক্রমিত শতাধিক, রায়গঞ্জে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস

রাজ্য জুড়েই প্রতিদিন হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ছড়াচ্ছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। সংক্রমণ যে হারে ছড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে রায়গঞ্জে।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের মধ্যেই রায়গঞ্জে সেঞ্চুরি হাঁকালো করোনা ভাইরাস। ১০০ ছাড়ালো রায়গঞ্জ পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা। উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত ৮০০ দোরগোড়ায়। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত ৫৫ জন৷ রায়গঞ্জ পুর এলাকায় বৃহস্পতিবার করোনা আক্রান্ত ২৩। রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস জানান, রায়গঞ্জে করোনা আক্রান্ত এখনও পর্যন্ত ১২২ জন।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের করোনা বুলেটিন থেকে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৭। গত ২৪ ঘন্টায় ৫৫ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। এদিকে ১৬ জন এদিন করোনা মুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ জন। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৩৩৫ জন।

রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, বুধবার পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় করোনা আক্রান্ত ছিলেন ৯৯ জন। এদিন আরও ২৩ জন আক্রান্তের হদিস মিলেছে শহরে। এদিকে এদিন থেকেই রাজ্যে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন। প্রথম দিনের লকডাউনে ব্যাপক প্রভাব পড়েছে রায়গঞ্জে৷ ওষুধের দোকান ছাড়া শহরের কোনও দোকানপাটই এদিন খোলেনি। রাস্তায় মানুষের সংখ্যাও ছিল কম। তবে এদিনও একশ্রেণীর মানুষকে অযথা রাস্তায় নামতে দেখা গিয়েছে। লকডাউন সফল করতে দিনভর তৎপর ছিল রায়গঞ্জ থানার পুলিশ।

Related News

Back to top button