রায়গঞ্জ

রায়গঞ্জে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, লকডাউন করতে রাস্তায় পুলিশ ও এসডিও

বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউন সফল করতে রায়গঞ্জের রাস্তায় মহকুমা শাসক ও পুলিশের টহলদারি। কড়া পদক্ষেপ গ্রহণ প্রশাসনের।

Bengal Live রায়গঞ্জঃ আরও ১৬ জন করোনা আক্রান্ত। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৫০০ দোরগোড়ায় উত্তর দিনাজপুর। পাল্লা দিয়ে রায়গঞ্জ পুর এলাকাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রায়গঞ্জ শহরে আরও চারজনের শরীরে সংক্রমণ মিলেছে। এমতবস্থায় বুধবার থেকে পাঁচ দিনের জন্য লকডাউন লাগু হয়েছে রায়গঞ্জ শহরে।

আরও পড়ুনঃ বিধায়ক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত নিলয়কে ১০ দিনের পুলিশ হেফাজত, জেরা করবে সিআইডি

স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮২। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৬৬ জন। গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। এদিকে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মোট করোনা জয়ী এখনও পর্যন্ত ৩৩৮ জন। এদিকে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৩ জন।

আরও পড়ুনঃ বুধবার থেকে লকডাউন রায়গঞ্জে

ক্রমেই সংক্রমণ বেড়ে চলার কারণে এদিন থেকে রায়গঞ্জ পুর এলাকায় জারি হয়েছে লকডাউন। লকডাউন সফল করতে রাস্তায় নামেন রায়গঞ্জের মহকুমা শাসক। নিজে দাঁড়িয়ে থেকে দোকানপাট বন্ধ করান তিনি। এদিকে সন্ধ্যা থেকে শহরে কড়া নজরদারি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷ আইসি সুরজ থাপার নেতৃত্বে শহরজুড়ে টহলদারি করে পুলিশ। লকডাউন মেনে না চললে আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয় বাসিন্দাদের। বেশ কিছু দোকান খোলা থাকলে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য বলা হয় পুলিশের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত আরও ১৬

Related News

Back to top button