উত্তর দিনাজপুরে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী
গত দুই দিনের করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় কিছুটা স্বস্তিতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার করোনা মুক্ত হলেন আরও ৫৩ জন।
Bengal Live রায়গঞ্জঃ ক্রমশ নিম্নমুখী উত্তর দিনাজপুর জেলায় করোনা সংক্রমণের গ্রাফ। বুধবারের পর বৃহস্পতিবারও কমলো কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী, এদিন উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১৪৫। আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি স্বস্তির খবর জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন। উত্তর দিনাজপুরের গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেম ৫৩ জন। এই মুহূর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৩৮৯ জন।
মঙ্গলবার এক দিনে রেকর্ড পরিমাণ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল উত্তর দিনাজপুর জেলায়। মোট ১১০ জন আক্রান্ত হয়েছিলেন করোনায়। এরপর বুধবার সেই আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় কমে যায়। ৫৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেই ধারা বজায় রেখে বৃহস্পতিবারও আক্রান্তের গ্রাফ জেলায় নিম্নমুখী। গত দুইদিন আক্রান্তের সংখ্যা কিছুটা কম হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।