রায়গঞ্জ

একুশের নির্বাচন হবে শিক্ষিত বেকারদের সমস্যাকে সামনে রেখে — সেলিম

টেট বাতিল হয়ে যাচ্ছে, রেলে কোনও নিয়োগ হয়নি। পোস্ট অফিস, ব্যাঙ্কে কোথাও কোনও নিয়োগ নেই। মমতা এবং মোদী কর্মসংস্থান তৈরি করতে পুরোপুরি ব্যর্থ।

 

Bengal Live রায়গঞ্জঃ ২০২১ এর বিধানসভা নির্বাচন মুখ দেখে বা নাটক করে নয়, শ্রমিক, কৃষক, বেকারের সমস্যা সামনে রেখে হবে। ভোটের আগে রাজ্যে আরও সন্ত্রাস হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। দলীয় কর্মসূচিতে যোগ দিতে দুই দিনের জন্য উত্তর দিনাজপুর জেলায় এসেছেন মহম্মদ সেলিম। শনিবার চোপড়ায় একটি সভায় যোগ দেওয়ার পর রবিবার রায়গঞ্জে আসেন অপর একটি সভায় বক্তব্য রাখার জন্য। এরই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন মহম্মদ সেলিম।

ডিসেম্বরের পর থেকে উলটো মার শুরু, রায়গঞ্জে এসে হুঙ্কার দিলীপ ঘোষের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচন হবে শিক্ষিত বেকারদের সামনে রেখে। কৃষক, শ্রমিকের সমস্যা নিয়ে। টেট বাতিল হয়ে যাচ্ছে, রেলে কোনও নিয়োগ হয়নি। পোস্ট অফিস, ব্যাঙ্কে কোথাও কোনও নিয়োগ নেই। মমতা এবং মোদী কর্মসংস্থান তৈরি করতে পুরোপুরি ব্যর্থ। তাই ২১-এর নির্বাচন মুখ দেখে নয়, নাটক দেখিয়ে নয়, মিডিয়াতে বিজ্ঞাপন দেখিয়েও নয়। মূল্যবৃদ্ধি, কৃষক, শ্রমিক, বেকারদের সমস্যাকে সামনে রেখে এই নির্বাচন হবে।

মেদিনীপুরের পর দলত্যাগী মিহিরের জেলায় আসছেন মমতা, কোচবিহারে সভা তৃণমূল সুপ্রিমোর

মহম্মদ সেলিম আরও বলেন, বিজেপি ও তৃণমূল যেভাবে গুন্ডাবাহিনী তৈরি করছে, আগ্নেয়াস্ত্র, বোমা মজুত করছে, তাতে সন্ত্রাসবাদী হামলা, মারামারি, দাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related News

Back to top button