রায়গঞ্জ

সাইবার ক্রাইম থানা চালু হল রায়গঞ্জে

সাইবার ক্রাইম থানা চালু হল রায়গঞ্জে

Bengal Live রায়গঞ্জঃ প্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্রাইমের ধরণও পাল্টেছে দিনের পর দিন। তাই চুরি, ডাকাতি, ছিনতাই — এই ধরণের ক্রাইমের পাশাপাশি সাইবার ক্রাইমেও রাশ টানতে রায়গঞ্জ চালু হল সাইবার ক্রাইম থানা।

বৃহস্পতিবার কর্ণজোড়া পুলিশ লাইনে নতুন সাইবার ক্রাইম থানার উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার। সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার,অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং, জেলা শাসক অরবিন্দ কুমার মীনা সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ

ফণাহীন কালাচই এখন ত্রাস রায়গঞ্জে

এটিএম প্রতারণা, সোশ্যাল মিডিয়া সম্পর্কিত অভিযোগ, ভূয়ো খবর সহ সাইবার ক্রাইমের সাথে জড়িত বিভিন্ন অভিযোগ নিয়ে প্রায় দিনই সরব হন সাধারণ মানুষ৷ তবে এই বিষয়ে বিশেষ কোনও অভিযোগ গ্রহণ কেন্দ্র না থাকায় তদন্তের ক্ষেত্রেও পুলিশ আধিকারিকদের সমস্যার মুখে পড়তে হত৷ তবে এবার সাইবার ক্রাইম থানা চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা।

Related News

Back to top button