রায়গঞ্জ

ইস্তফা দিতেই আবাসস্থল থেকে খুলে ফেলা হল দেবশ্রী চৌধুরীর নেমপ্লেট

২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে পরাজিত করে রায়গঞ্জের সাংসদ নির্বাচিত হয়েছিলেন দেবশ্রী চৌধুরী। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রী সভায় নারী ও শিশু কল্যান দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন তিনি।

 

Bengal Live রায়গঞ্জঃ কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দিতেই যুদ্ধকালীন তৎপরতায় মন্ত্রীর আবাসস্থল থেকে খুলে ফেলা হলো দেবশ্রী চৌধুরীর নেমপ্লেট। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী সভা থেকে ইস্তফা দেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। এদিকে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রী সভা গঠন করা হবে বলে জানা গেছে। বড়সড় রদবদল হবে বলে বিজেপি সূত্রে খবর। উত্তরবঙ্গ থেকে মন্ত্রী সভায় জায়গা পেতে পারেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক।

বুধবার মন্ত্রীসভার রদবদলের আগেই ইস্তফা দেন দেবশ্রী চৌধুরী। তাঁর পাশাপাশি ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয় সহ আরও অনেকে। এদিকে দেবশ্রী চৌধুরী ইস্তফা দিতেই তাঁর সুদর্শনপুরের আবাসস্থল থেকে খুলে ফেলা হয় নেমপ্লেট। আচমকাই মন্ত্রীর ইস্তফা দেওয়ার খবরে হতাশ জেলার বিজেপির নেতা কর্মীরা। তবে কী কারণে মন্ত্রীসভা গঠনের আগেই ইস্তফা দিলেন দেবশ্রী চৌধুরী সেই বিষয়ে এখনও কিছু জানা যায় নি।

উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন, সংবাদ মাধ্যমেই এই খবর জানতে পেরেছি। মন্ত্রী পদে না থাকলেও তিনি রায়গঞ্জের সাংসদ রয়েছেন৷ জেলার উন্নয়নের জন্য কাজ করে যাবেন তিনি।
বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় ভালো ফল না হওয়ার কারণেই দেবশ্রী চৌধুরীকে ইস্তফা দিতে বলে হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

Related News

Back to top button