আটক উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান
উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমকে আটক করল রায়গঞ্জ জেলা পুলিশ। জানা গেছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল, প্ল্যানিং কমিশন, ভারত সরকার লেখা একটি বোর্ড লাগানো রয়েছে বেঞ্জামিন হেমব্রমের গাড়িতে। সন্দেহ জনক সেই বোর্ড রায়গঞ্জ জেলা পুলিশের উচ্চ পদস্ত আধিকারিকদের নজরে আসতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেঞ্জামিন হেমব্রমকে। প্রাক্তন চেয়ারম্যানের গাড়িতে লাগানো বোর্ডের বৈধতা জানতে ইতিমধ্যেই বেঞ্জামিন হেমব্রমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সংস্থার কাগজ পত্র।
সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বেঞ্জামিন হেমব্রম জানিয়েছেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল একটি এনজিও। বেসরকারি সংস্থা। তবে কেন তিনি গাড়িতে ভারত সরকারের প্ল্যানিং কমিশন লেখা বোর্ড লাগালেন? এই প্রশ্নের উত্তরে বেঞ্জামিন হেমব্রম বলেন, তাঁর কাছে পরিচয় পত্র রয়েছে। সেখানে এই তথ্য রয়েছে। এই একই পরিচয় দিয়ে কলকাতাতেও রয়েছে এই সংস্থার সদস্য, এমনই চাঞ্চল্যকর দাবি করেন তিনি।
এদিকে বেঞ্জামিন হেমব্রমকে আটক করার বিষয়ে এখনও পুলিশ কিছু জানায় নি। প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছে রায়গঞ্জ জেলা পুলিশের তদন্তকারীরা।
তৃণমূল কংগ্রেস এরাজ্যে ক্ষমতায় আসার পর উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান করা হয়েছিল বেঞ্জামিন হেমব্রমকে। দুর্নীতির অভিযোগেই তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বেঞ্জামিন হেমব্রম হেমতাবাদ হাইস্কুলের ইংরাজি বিভাগের শিক্ষক।
জানা গেছে, রায়গঞ্জের চন্ডীতলা এলাকায় ভারত সরকার লেখা একটি কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরেই কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে বেঞ্জামিন হেমব্রমকে তাঁর বাড়ি থেকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে।