রায়গঞ্জ

রায়গঞ্জ পুরসভার ৭ টি ওয়ার্ডে শনিবার থেকে বাড়ি বাড়ি পৌঁছালো পানীয় জল

রায়গঞ্জবাসীর প্রতীক্ষার অবসান। পুরসভার উদ্যোগে শনিবার উদ্বোধন হল বাড়ি বাড়ি জল প্রকল্পের। এখন থেকে শহরের একাংশের বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল।

 

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ পুর এলাকার নাগরিকদের সুবিধার্থে একাধিক উন্নয়ন মূলক পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। পুরনাগরিকদের দীর্ঘদিনের দাবী মেনে এবারে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হল পুর কর্তৃপক্ষ। শনিবার ২৫ নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পে জোন-২ এর শুভ উদ্বোধন হল। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্য কাউন্সিলররা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৮৬ কোটি টাকা।

উল্লেখ্য, বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার দাবী শহরবাসীর দীর্ঘদিনের। এর আগে কংগ্রেসের বোর্ড থাকাকালীন এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু তা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তৃণমূল কংগ্রেস প্রথমবার রায়গঞ্জ পৌরসভায় এসেই এই প্রকল্পের বাস্তবায়নে উদ্যোগী হয়। রাজ্য সরকারের সহযোগিতায় কাজ এগোতে থাকে দ্রুতগতিতে। অবশেষে শনিবার ২৫ নম্বর ওয়ার্ডের দেবীনগরে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের জোন -২ এর উদ্বোধন হল। এই জোনের মাধ্যমে ১৩, ১৪, ২১, ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া যাবে। পরবর্তীতে শহরের প্রতিটি ওয়ার্ডের মানুষ এই পরিষেবার সুযোগ পাবেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছে প্রায় ৬৩ কোটি টাকা।

Related News

Back to top button