রাজ্যরায়গঞ্জ

এবার কোভিড-১৯ ভ্যাকসিন পৌঁছে গেল উত্তর দিনাজপুরেও

চলতি সপ্তাহ থেকেই উত্তর দিনাজপুর জেলায় শুরু হচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিনের ড্রাই রান। এবার কি তাহলে কোভিডমুক্ত সমাজ ? আশার আলো দেখছেন জেলার মানুষ।

 

Bengal Live রায়গঞ্জঃ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ড্রাই রান শুরু হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়৷ আগামী ৮ জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমায় প্রথম পর্যায়ে ১৫ হাজার স্বাস্থ্যকর্মীর করোনা টীকাকরণ ড্রাই রান শুরু করছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, ৮ জানুয়ারি থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের ড্রাই রান শুরু করা হচ্ছে৷ প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের এবং পরবর্তীতে ধীরে ধীরে জেলার সাধারণ মানুষদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হবে।

সারা রাজ্যের নিরিখে উত্তর দিনাজপুর জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের হার অনেকটাই কম। উত্তর দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় একজনও আক্রান্তের রিপোর্ট নেই। জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৪৭৪ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬২৬৪ জন। মৃত্যু হয়েছে ৭২ জনের। করোনা আবহে স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে বহু স্বাস্থ্যকর্মী আক্রান্তও হয়েছেন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মহারাজায় রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে এই ড্রাই রান করা হবে। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১৫ হাজার স্বাস্থ্যকর্মী যেমন ডাক্তার, নার্স, আশাকর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রদান করা হবে। ধীরে ধীরে প্রয়োজন ভিত্তিতে সকলের জন্য ভ্যাকসিনেশন চালু করা হবে।

Related News

Back to top button