রায়গঞ্জ

করোনা আবহে রায়গঞ্জ মেডিক্যালের অব্যবস্থার প্রতিবাদে সরব ডিওয়াইএফ

রায়গঞ্জ মেডিক্যাল কলেজে অব্যবস্থা, দালালচক্রের সক্রিয়তা সহ মোট ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। প্রতীকী মরদেহ কাঁধে নিয়ে মেডিক্যাল কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্যরা৷

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বেহাল স্বাস্থ্য পরিষেবা ও দালালরাজের রমরমার অভিযোগ তুলে আন্দোলনে নামল বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই। করোনা টেস্টের পরিমাণ বাড়ানো, নন কোভিড রোগীদের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করার দাবি ছাড়া মোট ১০ দফা দাবিতে শুক্রবার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেয় ডিওয়াইএফআই। এদিন বিবিডি মোড় থেকে প্রতীকী মরদেহ কাঁধে নিয়ে মেডিক্যাল কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের সদস্যরা৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই আন্দোলনে সামিল হয়েছেন সংগঠনের সদস্যরা বলে জানিয়ছেন ডিওয়াইএফআই-য়ের জেলা নেতা প্রাণেশ সরকার।

অভিযোগ, করোনা আবহের মাঝেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়েছে। দালালচক্রের সক্রিয়তার জেরে রোগী ও তাঁদের পরিজনদের চরম দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। ডিওয়াইএফআই-য়ের জেলা সম্পাদক কার্তিক দাস বলেন, মেডিক্যাল কলেজের ফিভার ক্লিনিকে কাদের টেস্ট হবে, কাদের টেস্ট হবে না, তার কোন নির্দিষ্ট নিয়ম নীতি নেই। ফিভার ক্লিনিকে আসা রোগীদের শুধুমাত্র কাগজে হোম কোয়ারান্টাইন ছাপ মেরে ছেড়ে দেওয়া হচ্ছে। মেডিক্যাল কলেজে অধিক পরিমাণ টেস্ট করার ক্ষমতা থাকলেও তা করা হচ্ছে না। তাই কোভিড ১৯ টেস্টের পরিমাণ বাড়ানোর দাবি এদিন তোলা হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যেই সেই রিপোর্ট রোগীর হাতে তুলে দেওয়ার দাবিও জানানো হয়েছে।

কার্তিক দাস আরও বলেন, করোনা আবহে হাসপাতালে নন কোভিড রোগীদের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। যেমন দীর্ঘদিন ধরে সার্জারি, সিজার, অর্থোপেডিক সার্জারি প্রায় বন্ধ হয়ে রয়েছে। অবিলম্বে তা চালু করার দাবিও এদিন জানানো হয়েছে কর্তৃপক্ষকে। স্বাস্থ্য পরিষেবার উন্নতিকরণ সহ হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, সিকিউরিটি গার্ড সহ অন্যান্য কর্মীদের মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে প্রদান করার দাবিও এদিন স্মারকলিপি প্রদান করে জানানো হয়েছে বলে জানিয়েছেন কার্তিক দাস।

Related News

Back to top button