প্রয়াত রায়গঞ্জের বিশিষ্ট সাংবাদিক সুকান্ত সরকার
সাপ্তাহিক পত্রিকা “এখানে সেখানে” র সম্পাদক সুকান্ত সরকার। কয়েকদিন আগেই উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। ঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু সংবাদ এসে পৌঁছায় রায়গঞ্জে। শোকস্তদ্ধ জেলার সাংবাদিক মহল।
Bengal Live রায়গঞ্জঃ প্রয়াত রায়গঞ্জের বিশিষ্ট সাংবাদিক সুকান্ত সরকার (সঞ্জু)। মঙ্গলবার ব্যাঙ্গালোরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। সুকান্ত বাবুর অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমেছে জেলার সাংবাদিক মহলে। ব্যাঙ্গালোর থেকে সুকান্ত বাবুর কফিন বন্দী দেহ রায়গঞ্জে আনা হচ্ছে। বুধবার সন্ধ্যা নাগাদ তাঁর মরদেহ রায়গঞ্জে পৌঁছানোর কথা।
দীর্ঘদিন থেকেই অত্যধিক সুগার ও কিডনির সমস্যায় ভুগছিলেন “এখানে সেখানে” সাপ্তাহিক পত্রিকার সম্পাদক সুকান্ত সরকার৷ সুদর্শনপুর এলাকার বাসিন্দা সুকান্ত বাবুকে কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে মঙ্গলবার দুপুরে মৃত্যুর কাছে হেরে যান তিনি।
সুকান্ত বাবুর পরিবার সূত্রে জানা গেছে, ব্যাঙ্গালোর থেকে বিমানে তাঁর কফিন বন্দী দেহ রায়গঞ্জে নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছে। সুকান্ত সরকারের মৃত্যুতে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র ও সভাপতি অমিত সরকার সহ সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সকলেই শোকস্তব্ধ। গভীর শোক প্রকাশ করেছেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।