রায়গঞ্জ

খোদ পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ! তদন্তে সাইবার পুলিশ

খোদ পুলিশ সুপারের নামেই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ! হ্যাঁ, রায়গঞ্জের পুলিশ সুপার IPS সুমিত কুমার নিজেই সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা পোস্ট করে জানিয়েছেন এই ঘটনা। তদন্তে নেমেছে রায়গঞ্জের সাইবার পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ পুলিশ সুপারের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ। নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে পোস্ট রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমারের। ভুয়ো অ্যাকাউন্টটি ব্লক করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে আবেদন পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনার সাথে যুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, তাঁর নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে বন্ধুদের কাছে টাকা চাওয়া হচ্ছে। কেউ এই ফাঁদে যেন পা না দেন। এ ব্যাপারে সকলকে সতর্ক করেন তিনি৷

এদিকে খোদ পুলিশ সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্টের খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের পুলিশ মহলে। সাইবার ক্রাইম বিভাগ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ভুয়ো প্রোফাইলটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related News

Back to top button