রায়গঞ্জ

জল ঢুকছে বাহিন ও গৌরী অঞ্চলে, মোকাবিলায় প্রস্তুত রায়গঞ্জ ব্লক প্রশাসন

জল ঢুকছে গ্রামে। প্রায় বন্যা পরিস্থিতি বাহিন ও গৌরী অঞ্চলের একাধিক গ্রামে। কিছু মানুষকে উদ্ধার করেছে প্রশাসন। নজর রাখছে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি।

Bengal Live রায়গঞ্জঃ নাগর ও কুলিকের জলে বন্যা পরিস্থিতি বাহিন ও ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে। নদী সংলগ্ন বেশ কয়েকটি পরিবারকে ইতিমধ্যেই উদ্ধার করেছে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি। গ্রামবাসীদের দাবি, জলের তোরে বেশ কয়েকটি রাস্তা, জমিতে জল চলে আসায় ধানের বীজ ও পাটের ক্ষতির আশংকা করছেন তাঁরা।

কুলিক নদী সংলগ্ন গৌরী গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর,ছোট ভিটিয়ার,গোয়ালদহ, পাড়ারপুকুর বেশ কয়েকটি গ্রামে নদীর জল ঢুকেছে। এদিকে বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমারজল, কামারটুলি, মাধবপুর, শাঁকদুয়ার, বাহিনে নাগরের জল ঢুকে বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিছু এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল। একাধিক চাষের জমি জলমগ্ন। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ জানিয়েছেন, দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে জল ঢুকেছে। পরিস্থিতির উপর নজর রাখছে ব্লক প্রশাসন। বন্যা মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

Related News

Back to top button