রায়গঞ্জ

করোনায় আক্রান্ত রায়গঞ্জের প্রাক্তন উপ -পুরপতি

লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা৷ শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী উত্তর দিনাজপুরে মোট আক্রান্ত ৩৬৪। সুস্থ হয়েছেন ২৯৯ জন। চিকিৎসাধীন ৬৪ জন। করোনায় মৃত্যু হয়েছে একজনের।

Bengal Live রায়গঞ্জঃ এবার করোনায় আক্রান্ত হলেন রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপ-পুরপতি। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সূত্রে প্রাক্তন উপ-পুরপতির করোনা আক্রান্তের বিষয়টি জানা গিয়েছে। শারীরিক ভাবে সুস্থ রয়েছেন কংগ্রেস নেতা।

রায়গঞ্জে ক্রমশ লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ বন্ধ রাখা হয়েছে রায়গঞ্জের মোহনবাটি বাজার। পরিস্থিতি বিবেচনা করে গোষ্ঠী সংক্রমণ রুখতে রায়গঞ্জে পুনরায় পূর্ণ লকডাউন কার্যকর করার পক্ষে সওয়াল করছেন নাগরিকদের একাংশ। ইতিমধ্যেই রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ড ও ৪ নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডে করোনা আক্রান্তের হদিশ মিলেছে৷ আক্রান্ত সকলকেই কোভিড হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও শহরের একাংশ মানুষের মধ্যে এখনও মাস্ক পড়া নিয়ে অনিহা দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রায়গঞ্জের পুরপতি সন্দীপ বিশ্বাস। মাস্ক না পড়ে কেউ রাস্তায় বেরোলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমারও। তবে স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করলে খুব সহজেই এই ভাইরাসের হানা থেকে মুক্তি মিলবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

Related News

Back to top button