রায়গঞ্জ

ডাইনি বলে চিহ্নিত করেছে গণক, আতঙ্কে ঘড় ছাড়া দম্পতি ঠাঁই নিয়েছে রায়গঞ্জ থানায়

ডাইনি বলে চিহ্নিত করেছে গণক, আতঙ্কে ঘড় ছাড়া দম্পতি ঠাঁই নিয়েছে রায়গঞ্জ থানায়

Bengal Live রায়গঞ্জঃ গণকের ডাইনি বলে চিহ্নিত করার পরেই রাতের অন্ধকারে বাড়ির সামনে জড়ো হয়েছিল মহল্লার বাসিন্দারা। তারপর থেকেই আতঙ্কে ঘর ছাড়া রায়গঞ্জ থানার শীতগ্রামের মন্টু হেমব্রম ও সামিয়া হাঁসদা। প্রাণ বাঁচাতে রায়গঞ্জ থানার পুলিশের দ্বারস্থ আদিবাসী দম্পতি।

জানা গেছে, বুধবার দিনের বেলাতেই এলাকার কিছু মানুষ ওই দম্পতিকে জানায়, সমাজের কিছু মাতব্বর গঙ্গারামপুর থেকে গণনা করে মন্টু হেমব্রমের স্ত্রী সামিয়া হাঁসদাকে ডাইনি বলে চিহ্নিত করেছে। এই ঘটনার পর থেকেই আতঙ্কে ছিলেন তাঁরা।

ওই দম্পতি জানায়, বুধবার রাতে কিছু মানুষ তাঁদের বাড়ির সামনে জড়ো হয়। মানুষের পায়ের শব্দ পেতেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। অন্ধকারের সুযোগে কোনওক্রমে এলাকা ছেড়ে পালিয়ে রায়গঞ্জ থানায় হাজির হন তাঁরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পরিবার।

সামিয়া হাঁসদা জানিয়েছেন এর আগেও ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। সেই সময় পুলিশ গিয়ে সমস্ত ঘটনা আলোচনার মাধ্যমে মীমাংসা করে দেয়। এবারও পুলিশি সহায়তার আশ্বাস পেয়েছেন তারা বলেই জানিয়েছে সামিয়া হাঁসদা ও মন্টু হেমব্রম।

Related News

Back to top button