রায়গঞ্জ

উঃ দিনাজপুরে ভিন রাজ্য থেকে ঘরে ফিরেছেন ৪০ হাজার পরিযায়ী শ্রমিক, জানালেন কানাইয়ালাল

উত্তর দিনাজপুরে ভিন রাজ্য থেকে ঘরে ফিরেছেন ৪০ হাজার পরিযায়ী শ্রমিক। জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কানাইয়ালাল আগরওয়াল।

Bengal Live রায়গঞ্জঃ রাজ্যের অন্য জেলার চাইতে উত্তর দিনাজপুর জেলায় করোনা পরিস্থিতি অনেক ভাল। বুধবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

কানাইয়ালাল আগরওয়াল বলেন, ৯ মে পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় একজনের শরীরেও করোনা সংক্রমণ ধরা পরেনি। পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। জেলায় এখনও পর্যন্ত ১৭২ জন আক্রান্ত হলেও, করোনায় আক্রান্ত হয়ে এখনও কারোর মৃত্যু হয়নি৷ তৃণমূল জেলা সভাপতির অভিযোগ, চার ঘন্টার ব্যবধানে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করায় ভিন রাজ্যে থাকা শ্রমিকরা জেলায় ফিরতে পারেনি। দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হয়।যার ফলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷

কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার প্রায় ৬০ হাজার মানুষ ভিন রাজ্যে কাজ করতে গেছেন। তাদের মধ্যে ৪০ হাজার মানুষ এখনও পর্যন্ত ট্রেনে, বাসে, ট্রাকে করে ভিনরাজ্য থেকে জেলায় ফিরে এসেছেন। এই শ্রমিকদের রাজ্য সরকার জাতীয় কর্মসংস্থান প্রকল্পে অর্ন্তভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল কুপনের মাধ্যমে দুই মাস ফ্রিতে রেশন সামগ্রী দেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

Related News

Back to top button