কনকনে ঠাণ্ডায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অসুস্থ চার অতিথি অধ্যাপক, আন্দোলন জারি
চতুর্থ দিনে অতিথি অধ্যাপকদের ধর্ণা অবস্থান। প্রবল শীতে ধর্ণা চালিয়ে যাওয়ার দরুন অসুস্থ হলেন চারজন। তবু তাঁরা আন্দোলনে অনড়।
স্বাস্থ্যসাথীঃ মাকে ভর্তি নেয়নি নার্সিংহোম, ফেসবুকে ছেলের ক্ষোভের ভিডিও ভাইরাল
Bengal Live রায়গঞ্জঃ স্টেট এইডেড কলেজ টিচারের স্বীকৃতির দাবিতে অতিথি অধ্যাপকদের লাগাতার ধর্ণা অবস্থানের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়লেন ৪ জন আন্দোলনকারী। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে বিগত চারদিন থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে লাগাতার ধর্ণা অবস্থান করলেও এখনও মেলেনি কোনও সমাধান সূত্র। ফলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় অতিথি অধ্যাপকরা। অসুস্থদের মধ্যে একজনকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। এদিকে অতিথি অধ্যাপকদের দাবি নিয়ে উচ্চ শিক্ষা দপ্তরে কথা বলেছেন উপাচার্য। শিক্ষা মন্ত্রীর কাছেও চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
তৃতীয় দিনেও আন্দোলনে অনড় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা
আন্দোলনকারীদের মধ্যে অন্যতম দেবপ্রিয়া ঘোষ বলেন, “লাগাতার আন্দোলনের কারণে প্রায় সকলেই শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছেন। চারজন ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। তিনজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলেও একজনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তবে অসুস্থতার জন্য কেউই আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা বলে জানিয়েছেন দেবপ্রিয়া ঘোষ।
প্রবল শীতেও রাতভর ধর্না আন্দোলনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা
এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, অতিথি অধ্যাপকদের দাবির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারের মধ্যে পড়ে না। উপাচার্য উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন। শিক্ষা মন্ত্রীর কাছেও চিঠি দিয়ে পুরো বিষয়টি জানানো হয়েছে। সমাধানের রাস্তা বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।