প্রবল শীতেও রাতভর ধর্না আন্দোলনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা
প্রবল শীতকে উপেক্ষা করেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে সামিল অতিথি অধ্যাপকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।
Bengal Live রায়গঞ্জঃ স্টেট এইডেড কলেজ টিচারের স্বীকৃতির দাবিতে আন্দোলনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২৪ জন অতিধি অধ্যাপক। সোমবারের পর মঙ্গলবার দিনও কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় মঙ্গলবার রাতভর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ধর্ণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আন্দোলনরত অতিথি অধ্যাপকরা।
আন্দোলনকারীদের অন্যতম প্রতিনিধি দেবপ্রিয়া ঘোষ জানান, রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের আমল থেকে তাঁরা অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অন্যান্য কলেজ, বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা সেই স্বীকৃতি পেলেও এখনও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মরতরা তা থেকে বঞ্চিত রয়েছেন। ফলে চরম সমস্যার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা ও বেতন কাঠামোতে প্রভাব পড়ছে তাঁদের।
ট্যাব নয়, পরিবর্তে টাকা দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সোমবার থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আন্দোলনে বসেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা। মঙ্গলবার তাঁদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল। এদিনও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় প্রবল শীতের মধ্যে রাতভর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অতিথি অধ্যাপকরা। তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
এদিকে আন্দোলনরত অতিথি অধ্যাপকদের প্রতি সহানুভূতি প্রকাশ করে সোমবার দিনই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছিলেন, অতিথি অধ্যাপকদের স্টেট এইডেড কলেজ টিচারের স্বীকৃতির দাবি বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারে নেই। আন্দোলনকারীদের দাবি উচ্চ শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে।