Advertisements
রায়গঞ্জ

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে

ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর। নিজ বাড়িতেই আত্মহত্যা করেছে ওই ছাত্রী বলে জানা গেছে।

Bengal Live রায়গঞ্জঃ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের হাড়িপুকুর গ্রামে। মৃত ওই ছাত্রীর নাম কুশিলা বর্মণ। পুলিশ ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়িতে জলখাবার খেয়ে নিজেকে ঘরবন্দী করে নেয় ওই ছাত্রী। বেশ কিছুক্ষণ ধরে ওই ছাত্রীর কোনও সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকতেই ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

Advertisements

তড়িঘড়ি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ছাত্রীকে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। কী কারণে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিল সেই প্রসঙ্গে কোনও সদুত্তর মেলেনি কুশিলার পরিবারের থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Tags
Advertisements

Related News

Leave a Reply

Back to top button
Close