রায়গঞ্জ

করোনা আক্রান্তের বাড়ি কন্টেনমেন্ট জোন,পরিদর্শনে রায়গঞ্জ পুরসভা পুলিশ ও স্বাস্থ্য দপ্তর

রায়গঞ্জের ২ নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্তের বাড়িকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল জেলা স্বাস্থ্য দপ্তর৷ পরিদর্শনে পুরসভা, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ।

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জের ২ নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্তের বাড়িকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল জেলা স্বাস্থ্য দপ্তর৷ পাশাপাশি আক্রান্ত পরিবারের সংস্পর্শে যাঁরা এসেছিলেন প্রত্যেককে চিহ্নিত করে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিল পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। কোয়ারান্টাইনে থাকা কালীন ওই পরিবারগুলির হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে বলে জানালেন পুরপতি সন্দীপ বিশ্বাস। এদিকে আক্রান্ত পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় স্বাস্থ্য দপ্তর ও পুরসভার পক্ষ থেকে।

রবিবার সকালে রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, সিআইসি সদস্য নয়ন দাস, সাধন বর্মন, বরুন ব্যানার্জী সহ জেলা স্বাস্থ্য দপ্তরের কোভিড-১৯ নোডাল অফিসার দেবাশীষ মন্ডল, রায়গঞ্জ পুরসভার আইসি সুরজ থাপা পুরসভার অন্যান্য আধিকারিক ও চিকিৎসকেরা করোনা আক্রান্ত রোগীর বাড়িতে যান। পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এদিকে কন্টেনমেন্ট জোন, বাফার জোন সহ আক্রান্তদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করা হয়৷ আক্রান্ত পরিবারের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেওয়া হয় অন্যান্য বাসিন্দাদের। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার বার্তা, নিজেদের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখুন। কিন্তু আক্রান্ত পরিবারকে সামাজিক ভাবে বয়কট করবেন না কেউ।

কোভিড-১৯ নোডাল অফিসার তথা জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ মন্ডল বলেন, আইসিএমআরের গাইড লাইন মেনে আক্রান্তের বাড়িকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আক্রান্ত পরিবারের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের হোম কোয়ারান্টাইনে থাকার কথা বলা হয়েছে।

রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, আক্রান্ত পরিবার সহ অন্যান্য যাঁদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের হাতে প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷ প্রয়োজন অনুযায়ী আগামীতেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রত্যেককে নজরদারিতে রাখা হচ্ছে।

Related News

Back to top button