রায়গঞ্জ

রায়গঞ্জে নার্সদের আন্দোলনে মুখ থুবড়ে চিকিৎসা পরিষেবা, কড়া মনোভাব এমএসভিপির

রায়গঞ্জে নার্সদের আন্দোলনে মুখ থুবড়ে চিকিৎসা পরিষেবা, কড়া মনোভাব এমএসভিপির

Bengal Live রায়গঞ্জঃ নার্সদের আন্দোলনের জেরে মুখ থুবড়ে পড়ল রায়গঞ্জ মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা। অসহায় রোগী সহ তাঁদের পরিজনেরা। ইঞ্জেকশন, স্যালাইন কিছুই মিলছে না বলে অভিযোগ রোগী ও তাঁদের পরিজনদের। হাসপাতাল রোগীদের পরিষেবা দেওয়ার জায়গা। ট্রেড ইউনিয়নের মতো এখানে আন্দোলন করা যায় না বলে ক্ষোভ উগরে দিলেন এমএসভিপি।

গত সোমবার সকালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। মহিলা ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের মারধর করার অভিযোগ ওঠে রোগীর পরিজনদের বিরুদ্ধে। হাসপাতালে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ।এরপরেই নিরাপত্তা দাবীতে ভাইস প্রিন্সিপালের দপ্তরের সামনে ধর্ণায় বসেন নার্সরা।

আরও পড়ুনঃ রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ধর্ণা বিক্ষোভ নার্সদের

এদিকে নিরাপত্তার দাবীতে নার্সদের আন্দোলনের জেরে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে মেডিক্যাল কলেজে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের অভিযোগ, কোনও ওয়ার্ডেই নার্সদের দেখা মিলছে না। ফলে ওষুধ, স্যালাইন,ইঞ্জেকশন কিছুই দেওয়া হচ্ছে না সময়মতন।

এদিকে নার্সদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ার্ডের সকল পরিষেবা স্বাভাবিক রেখেই তাঁরা নিরাপত্তার দাবীতে আন্দোলন করছেন। মানবিকতার সাথেই তাঁরা পরিষেবা দিয়ে থাকেন। তবে নিরাপত্তা সুনির্দিষ্ট না হওয়া পর্যন্ত তাঁরাও নিজেদের জীবন নিয়ে চিন্তায় রয়েছেন।

এই বিষয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল সুজিত মুখোপাধ্যায় বলেন, কয়েকদিন আগেই একটা ঘটনা ঘটে গিয়েছে। সেই নিয়ে নার্সরা নিরাপত্তার অভাব বোধ করছেন। সেই নিয়েই তাঁদের আন্দোলন। সুজিত বাবু ক্ষোভ উগরে বলেন, নার্সদের জন্যই আজ একটি মিটিং ছিল। কিন্তু ওরা যেতে দিল না। এই ধরণের আন্দোলনকে আমি সমর্থন করি না। মানুষ এখানে রিক্রিয়েশনের জন্য আসে না। ট্রেড ইউনিয়নের মতন আন্দোলন করা যায় না। সাধারণ মানুষের পাশে রয়েছি। আমরা চেষ্টা করছি কী করে ওদের নিরাপত্তা ভালো ভাবে দেওয়া যায়।

Related News

Back to top button