রায়গঞ্জ

রায়গঞ্জ স্টেডিয়ামে নামলো হেলিকপ্টার, মুখ্যমন্ত্রীর সভার আগে নিরাপত্তা পরীক্ষা

হেলিকপ্টার অবতরণ করল রায়গঞ্জ স্টেডিয়ামে। নিরাপত্তা খতিয়ে দেখতে জোর প্রস্তুতি শুরু রায়গঞ্জে।

 

Bengal Live রায়গঞ্জঃ হাতে মাত্র সময় আর দুই দিন। আগামী ১০ তারিখ, বুধবারই উত্তর দিনাজপুর জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কর্মীসভায় যোগ দিতে রায়গঞ্জ সফর তৃণমূল নেত্রীর। প্রথমে সভাস্থল কালিয়াগঞ্জের চান্দোলে নির্ধারণ করা হলেও রাজ্য নেতৃত্বের নির্দেশে তা বদল করা হয়েছে রবিবার। ঠিক হয়েছে, রায়গঞ্জের স্টেডিয়ামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এরপরেই জোর প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক স্তরে।

স্টেডিয়ামের পাশের মাঠে হ্যালিপ্যাড তৈরি করা হয় যুদ্ধকালীন তৎপরতায়। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে ট্রায়াল অবতরণের জন্য এদিন সকালেই একটি হেলিকপ্টার এসে পৌঁছায় রায়গঞ্জে। মাঠ পরিদর্শনে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকরা।

এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, সভাস্থলের জন্য প্রথম থেকেই দুটি জায়গা চিহ্নিত করা হয়েছিল। রাজ্য নেতৃত্বের নির্দেশে শেষ পর্যন্ত রায়গঞ্জ স্টেডিয়ামে সভা আয়োজন করা হচ্ছে।

Related News

Back to top button