রায়গঞ্জ

রায়গঞ্জের সবথেকে বড় কালী প্রতিমা সুবর্ণ সংঘের

২৪ ফুট উঁচু কালী প্রতিমাই প্রধান আকর্ষণ রায়গঞ্জের সুবর্ণ সংঘের।

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জের সব থেকে বড় কালী প্রতিমা প্রস্তুত করছে সুবর্ণ সংঘ। ৪৩ তম বর্ষে ২৪ ফুট উঁচু প্রতিমাই প্রধান আকর্ষণ রায়গঞ্জের সুদর্শনপুর সুবর্ণ সংঘের৷ বিশালাকার এই প্রতিমা তৈরি করছেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের মৃৎ শিল্পী জয়ন্ত পাল।

সুবর্ণ সংঘের অন্যতম সদস্য নিমাই দাস বলেন, দেবীর বিশালাকার প্রতিমাই তাঁদের পূজার প্রধান আকর্ষণ। এছাড়াও চন্দননগরের আলোকসজ্জায় থাকছে নতুনত্বের চমক। প্রতিমার পাশাপাশি মন্ডপও নজর কারবে দর্শনার্থীদের। পূজার পরদিন শতাধিক সাধারণ মানুষকে প্রসাদ বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নিমাই বাবু।

Related News

Back to top button