পুকুরে ভেসে উঠল গৃহবধূর দেহ, চাঞ্চল্য ইটাহারের ভদ্রশীলায়

পুকুরের জলে ভেসে উঠল এক গৃহবধূর মৃতদেহ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Bengal Live ইটাহারঃ পুকুরের জলে ভেসে উঠল এক গৃহবধূর মৃতদেহ। সান্ত্বনা পাল নামে মহিলার মৃত দেহ উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইটাহার থানার ভদ্রশীলা গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, এদিন সকালে এলাকার মানুষ স্থানীয় একটি পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখে। গ্রামবাসীরা ইটাহার থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে পুকুরের জল থেকে দেহটি উদ্ধার করে। এলাকার মানুষ মৃতদেহটি শনাক্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম সান্ত্বনা পাল। তিনি গ্রামেরই বাসিন্দা প্রভাস পালের স্ত্রী। মৃতার পরিবার ও গ্রামবাসীদের অনুমান, গভীর রাতে কোনও কারণে পুকুর পাড়ে এলে দুর্ঘটনাবশত জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সান্ত্বনার। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।