রায়গঞ্জ

পুলিশের মানবিক মুখ দেখালেন রায়গঞ্জ থানার সাব ইনস্পেক্টর

শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়। মানুষের জীবন বাঁচাতেও এগিয়ে আসে পুলিশ। করোনা আবহে রক্ত দিয়ে সেটাই বোঝালেন রায়গঞ্জ থানার আইসি সহ তিন অফিসার।

Bengal Live রায়গঞ্জঃ এক রোগিনীর রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন রায়গঞ্জ থানার সাব ইন্সপেক্টর। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত না মেলায়, রোগিনীর পরিবারের পাশে দাঁড়ালেন রায়গঞ্জ থানার সাব ইন্সপেক্টর শাহ আলম মর্তুজা। ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিলেন তিনি। ওই রোগীর পরিবারের রক্ত সংকট মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা ও সাব ইন্সপেক্টর সন্দীপ চক্রবর্তীও।

জানা গেছে, বিগত কয়েকদিন থেকে কালিয়াগঞ্জের মহেশপুর গ্রামের গৃহবধূ মিঠু দেবশর্মা অসুস্থ হয়ে রায়গঞ্জের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন আছেন৷ শনিবার তাঁর রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকেরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে যান৷ তবে লকডাউনের কারণে বেশ কিছুদিন থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প না হওয়ার কারণে রক্ত সংকটের জেরে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত জোগার করতে ব্যর্থ হন রোগিনীর পরিজনরা৷ খবর পৌঁছায় রায়গঞ্জ থানায়৷

খবর পাওয়া মাত্রই ব্লাড ব্যাঙ্কে ছুটে গিয়ে রক্ত দান করেন শাহ আলম মর্তুজা। এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং বলেন, সাধারণ মানুষের যে কোনও বিপদে আমরা সর্বদা পাশে রয়েছি৷ পুলিশের সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনের দৃষ্টান্তকে অভিনন্দন জানিয়েছেন শহরবাসী।

Related News

Back to top button