রায়গঞ্জ

প্রায় সাত বছর পর রায়গঞ্জের বাজারে পদ্মার ইলিশ,তুঙ্গে চাহিদা

প্রায় সাত বছর পর রায়গঞ্জের বাজারে পদ্মার ইলিশ,তুঙ্গে চাহিদা

Bengal Live রায়গঞ্জঃ দীর্ঘদিন পর রায়গঞ্জের বাজারে পদ্মার ইলিশ। উৎসবের দিনে ভোজন রশিক বাঙালীর ঘরে ঘরে রুপোলি শস্য। তবে দাম আপাতত চড়া। কিন্তু তাতে কী? মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন রোজ কমপক্ষে দেড় কুইন্টাল ইলিশ বিক্রি করছেন তাঁরা।

সম্প্রতি ইলিশের রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলেছে বাংলাদেশ। উৎসবের মুহূর্তে ওপার বাংলা থেকে প্রায় ৫০০ টন ইলিশ আসছে এপার বাংলায়। হাওড়ার পাইকারি বাজার থেকে সরাসরি মাছ নিয়ে আসছেন ব্যবসায়ীরা। রায়গঞ্জের মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন প্রায় ৭ বছর পর ইলিশ রায়গঞ্জের বাজারে মেলায় রসনাপ্রিয় বাঙালির চাহিদা তুঙ্গে।

রায়গঞ্জ মোহনবাটি বাজারের মাছ ব্যবসায়ী ফিলিপ দত্ত বলেন, দীর্ঘদিন পর পদ্মার ইলিশ বাজারে মিলেছে,তাই মানুষের চাহিদাও তুঙ্গে। এক কেজি থেকে কম ওজনের ইলিশ মিলছে ১৪০০টাকা কেজি দরে। এক কেজি অথবা তার বেশি ওজনের ইলিশ মিলছে ১৬০০ টাকা কেজি দরে। ফিলিপ বাবু বলেন,রোজ গড়ে দেড় কুইন্টাল ইলিশ বিক্রি হচ্ছে বাজারে।

Related News

Back to top button