রায়গঞ্জ

১৫ আগষ্ট রাজ্যে নজির গড়বে রায়গঞ্জ, সবার দৃষ্টি থাকবে আকাশে

রাজ্যে তো বটেই, সম্ভবত দেশের মধ্যেও নজির গড়তে চলেছে রায়গঞ্জ। দিনক্ষণ চূড়ান্ত। সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ আগষ্টেই ঘটবে সেই রেকর্ড।

Bengal Live রায়গঞ্জঃ রাজ্য তো বটেই, সম্ভবত দেশের মধ্যেও নজির গড়তে চলেছে রায়গঞ্জ। সৌজন্যে রায়গঞ্জ পুরসভা। দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ ই আগষ্টেই নজির গড়তে চলেছে রায়গঞ্জ। স্বাধীনতা দিবসে রায়গঞ্জ শহরের আকাশে ১০৫ ফুট উঁচুতে উড়বে ভারতের জাতীয় পতাকা। রায়গঞ্জের ঘড়ি মোড়ে ইতিমধ্যেই পতাকা স্তম্ভ প্রতিস্থাপন করার কাজ শেষ করেছে পুরসভা। মঙ্গলবার শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন পুরপতি সন্দীপ বিশ্বাস, উপ-পুরপতি অরিন্দম সরকার সহ পুরসভার অন্যান্য আধিকারকরা।

চলতি বছরের শুরু থেকেই রায়গঞ্জের ঘড়ি মোড়ে রাস্তার মাঝে ১০৫ ফুট উঁচু স্তম্ভ বসানোর কাজ শুরু করেছিল পুরসভা। প্রায় সমস্ত রকমের প্রস্তুতির শেষে এদিন পতাকা উত্তোলনের দিন ঘোষণা করলেন পুরপতি সন্দীপ বিশ্বাস। তিনি বলেন, সারা বছর উড়বে জাতীয় পতাকা। পতাকার দৈর্ঘ ও প্রস্থ ৩০ ফুট ও ২০ ফুট। পতাকা স্তম্ভকে কেন্দ্র করে দুটি আলোকস্তম্ভও বসানো হয়েছে। আগামী ১৫ আগষ্ট থেকে এই পতাকা রায়গঞ্জের আকাশে উড়বে।

Related News

Back to top button