জলমগ্ন কর্ণজোড়া সরকারি আবাসন চত্বর, পথ অবরোধ বাসিন্দাদের
নেই নিকাশি নালার ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই জলে থৈথৈ অবস্থা কর্ণজোড়া সরকারি আবাসন চত্বরে। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ।
প্রবল বৃষ্টির মধ্যেই ইসলামপুরে জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের
Bengal Live রায়গঞ্জঃ জলমগ্ন কর্ণজোড়া সরকারি আবাসন চত্বর। গত কয়েকদিনের বৃষ্টির জেরে বহু আবাসনে জল ঢুকে পড়েছে। রাস্তাঘাট জলে থৈথৈ। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সরকারি কর্মীরা। প্রশাসনের কাছে জমা জল পরিষ্কারের দাবি জানিয়েও কোনও ফল না মেলায় অবশেষে রবিবার পথ অবরোধে সামিল হলেন আবাসনের বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় পৌঁছান কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ সহ উচ্চপদস্থ কর্তারা। প্রায় ঘন্টাখানেক ১০এ রাজ্য সড়কে অবরোধ চালিয়ে যাওয়ার পর প্রশাসনিক আশ্বাসে রাস্তা থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা।
শিক্ষাবিদ শম্ভুনাথ রায়ের আবক্ষ মূর্তি বসল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে
আন্দোলনকারীদের মধ্যে অন্যতম পল অধিকারীর অভিযোগ, দীর্ঘদিন থেকে অল্প বৃষ্টিতেই জল জমে যায় এলাকায়। প্রশাসনকে আগেও জানিয়েছিলাম। কিন্তু কোনও সুরাহা হয়নি। রাস্তাঘাটের পাশাপাশি সমস্ত আবাসনগুলি জলমগ্ন হয়ে রয়েছে৷ এমন পরিস্থিতিতে বিষয়টি সরকার ও প্রশাসনের নজরে আনতেই পথ অবরোধে সামিল হয়েছি। আমাদের আগামীকাল দেখা করতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷
ভাতা ঘোষণায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেও তৃণমূলে না রায়গঞ্জের পুরোহিতদের
স্থানীয় কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস বলেন,২০১৭ সালেও একই সমস্যা দেখা গিয়েছিল। পঞ্চায়েতের কাছে বড় হাই ড্রেন তৈরি করার মতন অর্থ নেই৷ তাই সমস্যার কথা জেলা শাসককে কিছুদিন আগেই জানিয়েছিলাম। আবাসিকদের জলমগ্ন হয়ে থাকার সমস্যা নিয়ে প্রশাসনের সাথে কথা বলে খুব দ্রুত এলাকা থেকে জল সরানোর ব্যবস্থা করা হবে।