খেলা হবে, মাঠে খেলোয়ারদের নামাতে ফুটবল বিতরণ করল রায়গঞ্জ পুরসভা
বাঙালির ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। সেই খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর।
Bengal Live রায়গঞ্জঃ খেলা হবে। রাজ্যজুড়ে আলোড়ন তুলেছে এই স্লোগান। এরই মাঝে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ব্লকে ব্লকে বিতরণ করছে ফুটবল। উদ্দেশ্য, ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তোলা। সেই উদ্দেশ্য নিয়েই শনিবার ফুটবল বিতরণ করল রায়গঞ্জ পুরসভা। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এদিন রায়গঞ্জ পুরসভার সভাকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, চেয়ারম্যান ইন কাউন্সিল ভোলা পাল এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস সহ রায়গঞ্জ পুরসভার কাউন্সিলররা।
ফুটবল লীগে অংশগ্রহণকারী ফুটবল দলগুলিকে এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে মোট ৫৪ টি ফুটবল বিতরণ করা হল এদিন। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ ফুটবলগুলি বিতরণ করে। রায়গঞ্জ ফুটবল লীগে অংশগ্রহনকারী ৬ টি দল সহ জেলা ক্রীড়া সংস্থার হাতে মোট ৫৪ টি ফুটবল তুলে দেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার।
অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তারা জানান, ফুটবল খেলার উৎকর্ষ সাধন ও গ্রামে গ্রামে ফুটবলের জনপ্রিয়তা অটুট রাখার উদ্দেশ্যেই রাজ্য জুড়ে এই ফুটবল বিতরণ করছে সরকার। আজ রায়গঞ্জে বিতরণ করা হল ৫৪ টি ফুটবল। এবার মাঠে মাঠে খেলা হবে। ফুটবল খেলা।