রায়গঞ্জ

“খেলা হবে, টুম্পা সোনা”, রাজনীতির গন্ধ লাগা সন্দেশ দেদার বিকচ্ছে রায়গঞ্জে

শোকেশ সেজে উঠেছে “টুম্পা সোনা, সোনার বাংলা, খেলা হবে” স্লোগান লেখা সন্দেশে। নির্বাচনের বঙ্গে মিষ্টি মুখেও রাজনৈতিক স্লোগান।

 

Bengal Live রায়গঞ্জঃ অন্যবারের তুলনায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচার নতুন মাত্রা পেয়েছে। সৃষ্টি হয়েছে নতুন কয়েকটি স্লোগানের। যা ইতিমধ্যেই রাজনীতির চালচিত্র থেকে বেড়িয়ে সাধারণের ঘরে ঢুকে পড়েছে। তার মধ্যে অন্যতম, বামেদের টুম্পা সোনা প্যারোডি, তৃণমূলের খেলা হবে স্লোগান। জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বিজেপির জয় শ্রী রাম, সোনার বাংলা স্লোগানও। বিধানসভা ভোটের প্রাক্কালে এই জনপ্রিয় স্লোগান গুলিকেই হাতিয়ার করে মিষ্টি প্রস্তুত করছে রায়গঞ্জের প্রসিদ্ধ মিষ্টি বিপনি ‘রসরাজ’।

ওজন কমানো থেকে ত্বকের জেল্লা, জেনে নিন টমেটোর উপকারিতা

‘রসরাজ’-এর শোকেশ সেজে উঠেছে “টুম্পা সোনা, সোনার বাংলা, খেলা হবে” স্লোগান লেখা সন্দেশে। মজাদার রাজনৈতিক স্লোগানে ভরা এই মিষ্টি পেয়ে বেজায় খুশী রায়গঞ্জ শহরের বাসিন্দারা। সুচন্দা সরকার নামে এক বাসিন্দা জানালেন অভিনব এই উদ্যোগ। ভোটরঙ্গকে মিষ্টির মধ্যে তুলে ধরে অভিনবত্বের ছোঁয়া এনেছেন এই মিষ্টি বিক্রেতা। মিষ্টি প্রিয় সইফুর রহমান, বললেন আমরা যে যাই রাজনীতি করিনা কেন, মিষ্টি তো সব বাঙালির প্রিয়। তাই ভোটের আবহে এই রাজনৈতিক স্লোগানে ভরা মিষ্টিমুখ করতে ভালোই লাগছে।

পুদিনা পাতাঃ জানলে মহৌষধ, না জানলে আগাছা, জেনে নিন ১০ টি মহৎ গুণ

রায়গঞ্জের এই প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডারের অন্যতম কর্মকর্তা সুব্রত বোস বলেন, ভোট হল গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। তাকে স্বাগত জানাতেই এবং ভোটের আবহে মানুষের কাছে ভিন্নস্বাদ পাইয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। মূলত নতুনত্বের চমক দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সুব্রত বোস।

Related News

Back to top button