রায়গঞ্জ

আড়াই বছর শয্যাশায়ী যুবক, চিকিৎসায় সাহায্যের জন্য হাত বাড়ালেন কৃষ্ণ কল্যাণী

প্রায় আড়াই বছর থেকে বিছানায় শয্যাশায়ী রায়গঞ্জের সুমন সরকার। দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে তাঁর। 

Bengal Live রায়গঞ্জঃ দুর্ঘটনার পর থেকে বিছানায় শয্যাশায়ী বছর ২৪-এর সুমন। পরিবারের আর্থিক অনটনের জেরে চিকিৎসা প্রায় বন্ধের মুখে৷ প্রায় আড়াই বছর একটানা বিছানায় শয্যাশায়ী থাকায় মানসিক অবসাদ ক্রমেই গ্রাস করছিল দেবীনগর বাজার এলাকার বাসিন্দা সুমন সরকারকে। সোশ্যাল মিডিয়ায় সুমনের পরিস্থিতির কথা জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যানী। রবিবার সুমনের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। সুমনের চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন ব্যবসায়ী কৃষ্ণ কল্যানী। হয়ত এবার পুরানো জীবন ফিরে পাবো, জানাচ্ছেন আত্মবিশ্বাসী সুমন।

সুমনের বাবা পেশায় কাঠ মিস্ত্রি গৌরাঙ্গ সরকার বলেন,
২০১৮ সালে রূপাহারে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর চোট পায় সুমন৷ মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগার কারণে পুরোপুরি বিছানায় শয্যাশায়ী সে। জমানো অর্থ ব্যয় করে সেই সময় কলকাতায় প্রায় সাড়ে ছয় মাস চিকিৎসা করানো হয়। এরপর আর সম্ভব হয়নি৷ চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই রাখা হয় সুমনকে। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে পরিবারে আর্থিক অনটন চরম আকার ধারণ করে। প্রয়োজনীয় ওষুধপত্র, ফিজিওথেরাপি ইত্যাদি প্রায় বন্ধ হয়ে যায়। কী করে ছেলেকে সুস্থ করে তুলবো সেই চিন্তাতেই দিন কাটে। সরকারি কোনও সাহায্যও মেলেনি।

সুমন ও তাঁর পরিবারের করুণ পরিস্থিতির কথা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেই রবিবার সুমনের বাড়িতে পৌঁছান রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যানী। চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন সুমনের মা-এর হাতে। কৃষ্ণ কল্যানী বলেন, সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেই সুমনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় কল্যানী গ্রুপ। সেই মতো এদিন সুমনের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। আগামীতে সুমনের চিকিৎসার জন্য পাশে থাকবে কল্যানী গ্রুপ। পাশাপাশি রায়গঞ্জের সকল ব্যবসায়ীদের কাছে সুমনের পাশে দাঁড়ানোর আবেদন জানান কৃষ্ণ কল্যানী।

Related News

Back to top button